ইন্টারনেট অফ থিংস-কে
সংক্ষেপে আইওটি বলে, যার বাংলা অর্থ হল বিভিন্ন
জিনিসপত্রের সাথে ইন্টারনেটের সংযোগ।
বিভিন্ন প্রয়োজনীয় যন্ত্র বা জিনিসপত্রকে
অটোমেটিক করার জন্য এসবের সাথে কম্পিউটার সিস্টেম সংযুক্ত থাকে। উদাহরণ হিসাবে
বলা যায় কাপড় ধোয়ার মেশিন। কাপড়ের পরিমাণ এবং ওজন বিভিন্ন ধরনের সেন্সর
ব্যবহার করে পর্যবেক্ষণ করে কাপড় ধোয়ার কাজটি অটোমেটিক ভাবে করার জন্য এই
মেশিনের সাথে কম্পিউটার সিস্টেম সংযুক্ত থাকে।
আপনি একজন শৌখিন মানুষ। বারান্দায় ফুলের গাছ
লাগানো,
নিজের উঠোনে সবজি চাষ করার আপনার খুব শখ। কিন্ত ব্যস্ততার
জন্য এইসব কিছুই হয়না! যত্ন করবে কে? তাহলে কি আপনার
শখের জিনিসগুলো আর হবে না? নিশ্চই হবে! আপনার জন্য আছে আটো ইরিগেশন
সিস্টেম যেখানে ইলেকট্রনিক্স ডিভাইস, সফটওয়ার এরাই
বুঝবে কখন আপনার শখের ফুল গাছের পানি দরকার, কখন দরকার সার।
কি মজার না ব্যাপারগুলো! আই ও টি কে ব্যবহার করে এরকম আরো অনেক মজার মজার কাজ করা
যায়।
আইওটি- কে কখনো আইওই (ইন্টারনেট অফ এভরিথিং)ও বলা হয়।
আইওটি ব্যবস্হা আসলে এমন কিছু ওয়েব-এনএবলেড
ডিভাইস এর সমন্বয়ে গঠিত যারা এমবেডেড সেন্সর,প্রসেসর ও
কমিউনিকেশন হার্ডওয়ার ব্যবহার করে আশপাশ থেকে তথ্য গ্রহণ করে এবং এক ডিভাইস থেকে
আরেক ডিভাইসে পাঠায়। মানুষ চাইলে নিজের পছন্দ ও সুবিধামতো তাতে ডাটা এন্ট্রি করতে
পারে সেট আপ দিতে পারে। যেমনঃ আপনি কোথাও ১০ দিনের জন্য বেড়াতে গেলেন । কিন্তু
আপনার ছাদ ও বারান্দার গাছগুলোকে পানি
দিবে কে ? এই সমস্যা দূর করছে আইওটি ব্যবস্হা । আপনি আপনার মোবাইলে বিশেষ অ্যাপের
মাধ্যমে পানি দেওয়ার কাজ করবেন অনেক দূর হতে বাড়িতে না এসেই । এজন্য প্রয়োজন হবে
কিছু আইওটি ডিভাইস, পানির পাইপ ও পানির সংযোগ । আর মোবাইলে ইন্টারনেট সংযোগ ও
বিশেষ অ্যাপও প্রয়োজন হবে । এভাবে আমাদের বাস্তব জীবনের অনেক ছোট ও বড় কাজ আইওটি
ব্যবস্হা ও ডিভাইসের মাধ্যমে করা সম্ভব ।
0 comments: