শিলিগুরি করিডোর-এর গুরুত্ব অনেক । যেমনঃ
ভা র ত ১৪ মাইল ২২ কিলোমিটার দীর্ঘ শিলিগুরি করিডোর দিয়ে ভারতের উত্তর-পূর্বের ৮ টি রাজ্যের সাথে যোগাযোগ রাখে।
চী ন এই করিডোর হতে সামান্য দূরে অবস্হিত।
এই করিডোর ১৯৪৭ সালে পূর্ব পা কি স্তা নের ভাগে পরেছিলো। কিন্তু ভা র তের যোগাযোগের স্বার্থে এই এলাকা ভা র তকে দেওয়া হয়। এটা খুবই সংকীর্ণ স্হান বলে চিকেন নেক বা মুরগীর গলা হিসেবে অভিহিত করা হয় ।
খবর বিভাগঃ
ভূগোল
0 comments: