Monday, January 27, 2025

ঐতিহাসিক স্থাপনা, পুরাকীর্তি ও ঐতিহ্য সংরক্ষণ জরুরী



পুরাকীর্তি শব্দটির অর্থ হলো "কোনও ব্যক্তি, ঘটনা, জিনিস বা বস্তুর খ্যাতিমূলক অবস্থা বা স্থিতি"। এর ইংরেজি হলো- antiquities; এর প্রতিশব্দ হলো পুরাবৃত্তান্ত । পুরাকীর্তি বলতে আমরা সাধারণত বুঝি প্রাচীন স্হাপত্য বা প্রাচীন জিনিস ।

বাংলাদেশে ছড়িয়ে আছে প্রাচীন স্থাপত্য ও প্রত্মসম্পদ। অবহেলার কারণে ধ্বংশ বা পাচার হয়ে যাচ্ছে আমাদের এই মূল্যবান সম্পদ। প্রাচীন ঐতিহ্য ও প্রত্মসম্পদ সংরক্ষণের জন্য পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। প্রাচীন ঐতিহ্যসমূহ সঠিকভাবে সংরক্ষণ করার জন্য ‘‘বাংলাদেশ হেরিটেজ কমিশন’’ নামে একটি কমিশন গঠন করতে হবে। 

ঐতিহ্য সংরক্ষণ আমাদের দায়িত্ব। এর সাথে আমাদের গভীর সম্পৃক্ততা রয়েছে। ঐতিহ্য বলে দেয় আমরা কোথায় ছিলাম, কিভাবে এ অবস্থায় এসেছি। সুতরাং ঐতিহ্য সংরক্ষণে যত্মবান হতে হবে।


শেয়ার করুন

0 comments: