আমার সম্পর্কে আমি নিজে কী আর বলবো ! শুধু এতটুকু বলছি, আমি মোহাম্মদ ফখরুল ইসলাম । আমি আমার লেখা বা চিন্তাগুলো শেয়ার করার জন্য এই ওয়েবসাইট বানিয়েছি । আশা করি আপনারা আপনাদের অভিমত, আমার ব্লগগুলোতে মন্তব্য করে জানাবেন ।
আমার সম্পর্কে আমার এক
গুণমুগ্ধ পাঠক ও স্নেহভাজন ফারহান মাহতাব দীর্ঘ একটা সাক্ষাৎকারের পর এই ইনফোগ্রাফ তৈরী করেছে -
মোহাম্মদ ফখরুল ইসলাম (ইংরেজি:
Mohammad Fakhrul Islam )
জন্ম ১ লা জুলাই ১৯৭৮, ঢাকা একজন
বাংলাদেশী লেখক। জ্যোতির্বিজ্ঞান, তথ্য-যোগাযোগ প্রযুক্তি,পরিবেশ, ইতিহাস, সংস্কৃতি
ও বাংলা সাহিত্যের ইতিহাস নিয়ে লেখালেখি করেন ।
জন্ম ও পরিবার
১ লা জুলাই ১৯৭৮ তারিখ তিনি জন্মগ্রহণ
করেন। বাবা সরকারী চাকুরীজীবি । বাবার চাকুরীসূত্রে জন্মের পর থেকেই ঢাকাতে বসবাস
করা শুরু করেন ও বেড়ে উঠেন ঢাকাতেই ।
শিক্ষা
ঢাকার বিসিআইসি সাইন্স কলেজ থেকে ১৯৯৩ মাধ্যমিক
স্যাকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পাস করেন। ১৯৯৫ সালে ঢাকার রাইফেলস্ পাবলিক কলেজে থেকে উচ্চ মাধ্যমিক (এইচএসসি)পাস
করেন । ১৯৯৬ সালে ইংরেজি সাহিত্যে স্মাতক প্রথম বর্ষে ভর্তি হন । পরে কম্পিউটার
বিজ্ঞান ও প্রযুক্তিতে পড়াশোনা করার সুযোগ পান ও এই বিষয়ে স্মাতকোত্তর শেষ করেন
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় হতে।
তারপর ইসলাম শিক্ষা ও ইসলামের ইতিহাস
বিষয়ে তাঁর পড়ার আগ্রহ জন্মায় । ২০১৩ সালে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে এসব বিষয়
নিয়ে পড়াশোনা করে বিএ(পাশ) ডিগ্রি অর্জন করেন ও ইসলামিক স্টাডিজে মাস্টার্স পড়েন ।
পরবর্তীতে তিনি ২০১৫ সালে আইন শিক্ষার জন্য ঢাকাস্হ বাংলাদেশ উন্মুক্ত
বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ও এলএলবি(অনার্স)
সম্পন্ন করেন ।
কর্মজীবন
২০০০ সালে পড়াশোনার পাশাপাশি লেখালেখির মাধ্যমে তাঁর কর্ম জীবন শুরু হয়। তাঁরপর তথ্য-প্রুযুক্তি ব্যবসা এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রুযুক্তি বিষয়ে শিক্ষকতা করেন । ২০১২ সালের পর তিনি বেসরকারী কোম্পানীতে এমআইএস ইঞ্জিনিয়ার ও প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন । পরে শিক্ষানবিস আইনজীবী হিসেবে কাজ করেন ।
0 comments: