- ইউক্যালিপটাস। কারণ অতিমাত্রায় পানি শোষণকারী, নিম্নমানের কাঠ, পরিবেশের জন্য ক্ষতিকর।
- রেইন-ট্রি। কারণ এই আগ্রাসী গাছ অন্য গাছকে বাড়তে দেয় না, ঝরা পাতা ফসল ও মাছের জন্য ক্ষতিকর, কাঠও নিম্নমানের।
- মেহগনি। এর ফল বিষাক্ত। পুকুরের পানিতে পড়লে মাছ মরে যাওয়ার মতো ঘটনা ঘটতে দেখা যায়। অত্যধিক রোপিত হওয়ায় পরিবেশের ভারসাম্য হুমকির মুখে। এর কাঠ ছাড়া অন্য কোনো ব্যবহার নেই।
- শিশু। কারণ এর কাঠ মাঝারি মানের, প্রকৃতি ও মানুষের সঙ্গে অন্য কোনো সম্পর্ক নেই।
- একাশিয়া। কারণ এর মাইক্রোস্কোপিক রেণু অ্যালার্জি/অ্যাজমার অনুঘটক, কাঠ মাঝারি মানের, গঠন আঁকাবাঁকা, বাংলাদেশে অতিরিক্ত রোপিত।
No comments:
Post a Comment