Sunday, September 22, 2019

বখতিয়ার খিলজির স্বর্ণমুদ্রা



১২০৪ খ্রিঃ ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বখতিয়ার খিলজি বাংলা বিজয় করেন এবং তিনি স্বর্ণমুদ্রার প্রচলন করেন । তাঁর মুদ্রায় তিনি ভারতের প্রথম মুসলিম রাজবংশ প্রতিষ্ঠাকারী মুহাম্মদ ঘোরি বা মুহাম্মদ বিন সাম এর নাম ব্যবহার করেন ।

বখতিয়ার খিলজির স্বর্ণমুদ্রা :

আসলে বঙ্গ বিজয়কে স্মরণীয় করে রাখতেই স্মারক মুদ্রা হিসেবে এই মুদ্রা চালু হয়েছিল । মুদ্রাটির বিবরণ নিচে দেওয়া হলো ।

ধাতুঃ সোনা

সামনের পিঠঃ বৃত্তের মধ্যে গদা হাতে অগ্রসরমান অশ্বারোহী ।

উৎকীর্ণ লিপিঃ আরবী- ফি মুন্তাসফ রমাজান সানহ আহদি ওয়া সাতমায়াহ

নাগরী- গৌড় বিজয় ।

পেছনের পিঠঃ আরবি লিপি- আল সুলতান আল মুয়াজ্জাম মুইজুদ্দুনিয়া ওয়াদ্দিন আল মুজাফফর মুহাম্মদ বিন সাম ।

বর্তমানে দুষ্প্রাপ্য এই মুদ্রার একটি আছে লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামে এবং অন্যটি আছে ওয়াশিংটেনের মিথসোনিয়ান ইন্সটিটিউটে ।

 

পরবর্তীতে বখতিয়ার খিলজির শাহাদাতের পর ১৩৩৮ খ্রিঃ পর্যন্ত ২২ জন মুসলিম শাসক দিল্লির সাথে সুসম্পর্ক বজায় রেখেছিলেন । তাদের মধ্যে ৬ জন শাসক মুদ্রার প্রচলন করেছিলেন । তাঁদের নাম নিচে দেওয়া হলো । উল্লেখ্য যে, এদের মুদ্রাগুলো প্রধানত রূপার তৈরী ।

নাম ও রাজত্বকাল:

১. গিয়াস উদ্দিন ইওয়াজ খিলজি (১২১১ খ্রিঃ – ১২২৭ খ্রিঃ)

২. মুঘিস উদ্দিন ইউজবক (১২৪৬ খ্রিঃ – আনুমানিক ১২৫১ খ্রিঃ)

তাঁদের মুদ্রার বৈশিষ্ট্যঃ

সামনের পিঠে কলেমা উৎকীর্ণ ছিল তারিখও উল্লেখ করা ছিল  পিছনের পিঠে শাসকের নাম ও পদবী উল্লেখ করা ছিল । মুদ্রাগুলো ছিল রূপার তৈরি ।

৩. রুকনুদ্দিন কায়কাউস ( ১২৯১ খ্রিঃ- ১৩০২খ্রিঃ)

৪. সামসুদ্দিন ফিরোজ শাহ ( ১৩০২ খ্রিঃ- ১৩১৮খ্রিঃ)

 

৫. শিহাব উদ্দিন বুঘরা শাহ (১৩১৮ খ্রিঃ)

৬. গিয়াস উদ্দিন বাহাদুর শাহ ( আনুমানিক ১৩১০ খ্রিঃ – আনুমানিক ১৩২২ খ্রিঃ)

তাঁদের মুদ্রার বৈশিষ্ট্যঃ

কলেমার স্হানে বাগদাদের শেষ আব্বাসিয় খলিফা আল মুস্তাসিম এর নাম উৎকীর্ণ থাকতো মুদ্রাগুলো ছিল রূপার তৈরী তবে সামসুদ্দিন ফিরোজ শাহের কিছু সোনার মুদ্রা ছিল

 

তথ্যের সূত্রঃ মুদ্রা ইতিহাস ও সংগ্রহ – মাহমুদুল হাসান,  জাগৃতি প্রকাশনী ঢাকা,প্রথম প্রকাশ ২০০২,পৃষ্ঠা ১৩৯ ।

 

 


শেয়ার করুন

0 comments: